দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনোদিন নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। গতকাল শুক্রবার রাতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘দেশের জাতীয় নির্বাচন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সব সমস্যার ক্ষেত্রে সংলাপ কিংবা আলোচনার বিকল্প নেই। বিএনপি নেতাকর্মীরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো সংলাপ রাজি নয়।’

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তারা নাকি আলোচনায় আসবে না। তাহলে সমাধান হবে কীভাবে? তাদের দাবি তত্ত্বাবধায়ক সরকারের, কিন্তু দেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে না।’

নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী। দলীয় নেতাকর্মীদের নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠান বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, সহসভাপতি হাফিজুর রহমান শোভা, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, আনছার আলী, আব্দুল মান্নান প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ নভেম্বর, ২০২১)