দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, স্থানীয় সময় শুক্রবার (৫ অক্টোবর) রাজধানী ফ্রিটাউনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাঙ্কারের সঙ্গে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। এতে সেখানে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়।

ভয়াবহ এই বিস্ফোরণ এবং বহু প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো। এক টুইট বার্তায় তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা দেবে তার সরকার।

উল্লেখ্য, সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এ রকম ঘটনা আগেও ঘটেছে। ২০১৯ সালে তানজানিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৮৫ জন প্রাণ হারান। ২০১৮ সালে আরেকটি ঘটনায় কঙ্গোতে প্রায় অর্ধশত মানুষ নিহত হন। সূত্র: রয়টার্স

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ নভেম্বর, ২০২১)