পোল্যান্ড ৩৩ লাখ ও সৌদি ১৫ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে
দ্য রিপোর্ট ডেস্ক: পোল্যান্ড ৩৩ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড বাংলাদেশকে। অন্যদিকে আরো ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে সৌদি আরব।
মঙ্গলবার, ৯ অক্টোবর এক ক্ষুদে বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, ‘সুখবর। সৌদি আরবে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ফ্রি পাচ্ছি। দুই থেকে তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’
পোল্যান্ডের টিকার বিষয়ে মোমেন বলেন, পোল্যান্ড বাংলাদেশকে ৩৩ লাখ (৩.৩ মিলিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছে। টিকাগুলো যেকোনো সময় বাংলাদেশে পৌঁছাবে।
পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিল থেকে দেওয়া হচ্ছে বলেন জানান মোমেন।
উল্লেখ্য, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফ্রান্স সফরে রয়েছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১০ নভেম্বর, ২০২১)