সমান সমান ভোট!
দ্য রিপোর্ট প্রতিবেদক: সমান সংখ্যক ভোট পাওয়ার ঘটনা ঘটেছে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন নির্বাচনে।
সেখানে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও নৌকার বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদল (আনারস প্রতীক) সমান সংখ্যক ভোট পেয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ওই ইউনিয়নে মোট ২২ হাজার ৭১ ভোটের মধ্যে ১৬ হাজার ৬৬২ ভোট কাস্ট হয়েছে।
ভোট গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির নৌকা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৭০০ ভোট।
নৌকার বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদল আনারস প্রতীকে তিনিও পেয়েছেন ৫ হাজার ৭০০ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার শাহিন ঘোড়া প্রতীকে ৫ হাজার ১০০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে উপজেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে বরগুনা সদরে একটিমাত্র ইউনিয়নে নির্বাচন হয়েছে। প্রিসাইডিং অফিসারদের ফলাফল যোগ করে রাত সাড়ে ৯টায় দেখা যায় নৌকা ও আনারস প্রতীকের দুই প্রার্থী ৫ হাজার ৭০০ করে ভোট পেয়েছেন। এ ফলাফল আমরা নির্বাচন কমিশনে প্রেরণ করব। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব।
অপরদিকে এমএ বারী বাদল বলেন, আমি ১৬১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছি। আমাকে পরাজিত করার জন্য সরকারি দলের নেতাকর্মীরা ষড়যন্ত্র করে হারাতে না পারলেও সমান সমান ভোট দেখায়।
অপরদিকে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির বলেন, আমি বিজয়ী হয়েছি। পুনরায় ভোট গণনা হলে আমি বিজয়ী হব। আমি চাই আবার ভোট গণনা করা হোক।
(দ্য রিপোর্ট/আরজেড/১২ নভেম্বর, ২০২১)