দ্য রিপোর্ট ডেস্ক: করোনাভাইরাসের কারণে বিদেশিদের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ওমরা কার্যক্রম ও মক্কা-মদিনা সফরে বিধি নিষেধ প্রত্যাহার করেছে সৌদি সরকার। হজ ও ওমরাহ পালনের জন্য আবেদনের অনুমতি দিয়েছে দেশটি। মন্ত্রণালয় মোবাইল ফোনের মাধ্যমে একটি সেবা চালু করেছে যেটিতে আবেদন করলে বিদেশিরা সহজেই গ্র্যান্ড মসজিদে ওমরাহ করতে পারবেন। মক্কা-মদিনায় নামাজ আদায় ও মহানবী (স.) এর রওজা মোবারক মসজিদে নববী দেখতে যেতে পারবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, কুদ্দুম প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করার পর সেবাটি ইতমার্না এবং তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে কার্যকর হবে। কর্তৃপক্ষ সমস্ত ব্যবহারকারীকে অ্যাপগুলি আপডেট করার আহ্বান জানিয়েছে।

সূত্র: আরব নিউজ

(দ্য রিপোর্ট/আরজেড/১৪ নভেম্বর, ২০২১)