দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। দেশব্যাপী চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি বক্তব্য তুলে ধরবেন এই সংবাদ সম্মেলনে।

সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশনারদের নিয়ে সিইসি এই সংবাদ সম্মেলনে অংশ নেবেন। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব ও ও পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বিষয়টি জানিয়েছেন।

আসাদুজ্জামান বলেন, আজ চার নির্বাচন কমিশনারকে নিয়ে সিইসি সংবাদ সম্মেলন করবেন। সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরবেন। এছাড়া নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়েও তিনি কমিশনের অবস্থান তুলে ধরতে পারেন।

উল্লেখ্য, বর্তমানে দেশে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। এরই মধ্যে দুই ধাপের ইউপি নির্বাচন হয়ে গেছে। আরও দুই ধাপের তফসিল ঘোষণা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপ ও আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ নভেম্বর, ২০২১)