দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু পার হতে এখন থেকে অতিরিক্ত খরচ গুণতে হবে যানবাহনের মালিকদের। যা আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে। সোমবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। এতে বলা হয়েছে, আজ রাত ১২টা ৫ মিনিট থেকে নতুন টোল হার কার্যকর হবে।

সেতুর রক্ষণাবেক্ষণ এবং মেরামতের ব্যয় যোগাতে গত ২ নভেম্বর এ ২ সেতুর টোল হার বাড়িয়ে প্রজ্ঞাপন দেয় সেতু বিভাগ। সফটওয়্যার আপডেটসহ প্রস্তুতিমূলক কাজ শেষে আজ থেকে এটি কার্যকর হবে।

নতুন টোল হার অনুসারে বঙ্গবন্ধু সেতুতে মোটরসাইকেলের জন্য ৫০ টাকা, হালকা যানবাহনের জন্য (কার/জিপ) ৫৫০ টাকা, হালকা যানবাহনের জন্য ( ১ দশমিক ৫ টনের কম মাইক্রো, পিকআপ) ৬০০ টাকা, ছোট বাসের জন্য (৩১ আসন বা এর কম) ৭৫০ টাকা, বড় বাসের জন্য (৩২ আসন বা এর বেশি) ১ হাজার টাকা, ছোট ট্রাকের জন্য (৫ টন পর্যন্ত) ১ হাজার টাকা, মাঝারি ট্রাকের জন্য (৫ টন থেকে ৮ টন পর্যন্ত) ১ হাজার ২৫০ টাকা, মাঝারি ট্রাকের জন্য (৮ টন থেকে ১১ টন পর্যন্ত) ১ হাজার ৬০০ টাকা, ট্রাকের জন্য (৩ এক্সেল) ২ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেল পর্যন্ত) ৩ হাজার টাকা, ট্রেইলারের জন্য (৪ এক্সেলের বেশি) ৩ হাজার টাকা +প্রতি এক্সেল ১ হাজার টাকা ও ট্রেনের জন্য বাৎসরিক ১ কোটি টাকা টোল দিতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫ নভেম্বর, ২০২১)