বঙ্গোপসাগরে ভারতীয় জলদস্যুদের গুলিতে জেলে নিহত
দ্য রিপোর্ট প্রতিবেদক: বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এফবি বাবুল নামের একটি মাছ ধরা ট্রলারে জলদস্যুদের গুলিতে মুসা (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় ডাকাতরা ট্রলারের মালামাল লুট করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন মান্দারবাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
নিহত জেলে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন মিয়ার ছেলে। জলদস্যুদের হামলার শিকার ট্রলারটি পাথরঘাটা উপজেলার মৎস্য ব্যবসায়ী বাবুল ফকিরের।
এফবি বাবুল ট্রলারের মালিক বাবুল ফকিরের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাছ শিকার করে উপকূলে ফেরার পথে হঠাৎ করে একটি ট্রলারে করে ২৫ থেকে ৩০ জন ভারতীয় ডাকাত একযোগে এফবি বাবুল ট্রলারে হামলা করে। ট্রলারের থাকা সব মালামাল লুট করে নিয়ে যায় তারা।
এ সময় ট্রলার মালিকের ভাইয়ের ছেলে মুসা বাধা দিলে তাকে লক্ষ্য করে ডাকাত দল গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে সে নিহত হয়। এ ছাড়া অন্য জেলেদের বেদম মারধর করে আহত করা হয়।
বুধবার সকালে মরদেহ ও ট্রলারটি পাথরঘাটা মৎস্য বন্দরের এসে পৌঁছায়।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ নভেম্বর, ২০২১)