টি-টোয়েন্টির পারফরমেন্সে হতাশ নন প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে আমি হতাশ নই। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হয়েছে বলে খেলোয়াড়রা খারাপ হয়ে গেছে, তা নয়। তবে খেলোয়াড়দের আরও অনুশীলন করতে হবে।
বুধবার (১৭ নভেম্বর) সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক জলবায়ু সম্মেলন ও ফ্রান্স সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাররা চরমভাবে ব্যর্থ হওয়ায় ক্রিকেট ভক্তরা হতাশ হয়েছেন। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন বিধ্বস্ত বাংলাদেশকে এর আগে কখনো দেখা যায়নি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আপনারা এতো হতাশ হন কেন? আমি হতাশা দেখতে চাই না।
তিনি বলেন, আমরা যেটা আশা করেছিলাম, আমাদের খেলোয়াড়রা তা খেলতে পারেনি। তাই বলে আমি কিন্তু আমাদের ছেলেদের কখনও হতাশ করিনি। আমি তাদেরকে বলি, আরও ভালো খেল। আরও মনযোগী হও, আরও অনুশীলন করো।
প্রধানমন্ত্রী ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত গ্লাসগো, লন্ডন ও প্যারিসে সরকারি সফর করেন। রোববার (১৪ নভেম্বর) সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ নভেম্বর, ২০২১)