দ্য রিপোর্ট প্রতিবেদক: আবারও সেরা করদাতা মনোনীত হয়েছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে এই সম্মাননা দিচ্ছে। ১৯৯৮ সাল থেকে তিনি দেশের সর্বোচ্চ করদাতার একজন। হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী তিনি।

বুধবার (১৭ নভেম্বর) জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২০-২১ করবর্ষের জন্য সেরা করদাতা হিসেবে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকার প্রজ্ঞাপন প্রকাশ করেছে এনবিআর।

এনবিআর আরও জানায়, কাউছ মিয়া গত ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। ১৯৫৮ সাল থেকে কর দেন তিনি। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে এক নম্বর করদাতা হয়েছিলেন কাউছ মিয়া।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ নভেম্বর, ২০২১)