ডিবির কাছ থেকে মুচলেকায় চিকন আলীকে ছাড়ালেন মিশা সওদাগর
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন কমেডিয়ান শামীনুর রহমান ওরফে চিকন আলী। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তাকে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পরে ছাড়িয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান। মুচলেকায় বলা হয়, ‘অশ্লীল কন্টেন্ট নির্মাণ করবে না চিকন আলী ও শিল্পী সমিতির কোনো সদস্য।’
তিনি আরও জানান, সংগঠনটির সভাপতি ও খলঅভিনেতা মিশা সওদাগর চিকন আলীকে মুচলেকা দিয়ে ডিবি অফিসে গিয়ে ছাড়িয়ে এনেছেন।
এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘তিনি (চিকন আলী) আমাদের সংগঠনের সদস্য। তাই আমরা তো দায়িত্ব থেকেই করব এটা। আমরা মুচলেকা দিয়ে তাকে নিয়ে এসেছি, বলেছি আর কখনও এমন কাজ করবেন না কোনো শিল্পী।’
চিকন আলীর স্ত্রী খুশি জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীর বাসা থেকে চিকন আলীকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের দল। এরপর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয়েছে বাংলা সিনেমার এই কৌতুক অভিনেতাকে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯ নভেম্বর, ২০২১)