দ্য রিপোর্ট প্রতিবেদক: বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়া ঠিকানা পরিবহনের চালক মো. রুবেল ও হেলপার মো. মেহেদী হাসানকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার রাত পৌনে আটটার দিকে র‍্যাব সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। এক খুদে বার্তায় র‌্যাব জানায়, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে ঠিকানা পরিবহন বাসের চালক মো. রুবেল ও হেলপার মেহেদী হাসানকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করেছে র‌্যাবের একটি দল।

এর আগে রোববার সকালে পুরান ঢাকার বকশীবাজার মোড়ে সড়ক অবরোধ করে সহপাঠীকে ধর্ষণের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে কয়েকশ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, শনিবার ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিকের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ‘ধর্ষণের হুমকি দেন’ বাস চালকের সহকারী।

রোববার সকাল থেকে হাফ ভাড়া নেওয়া, শিক্ষার্থী দেখলে বাসে তোলা এবং ওই শিক্ষার্থীকে হেনস্তা ও হুমকির বিচার করা- এই তিন দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কুদরাত ই খুদা।

তিনি বলেন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ বিক্ষোভে অংশ নেয়।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ নভেম্বর, ২০২১)