টেস্ট থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহর
দ্য রিপোর্ট প্রতিবেদক: জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শেষে সতীর্থদের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। যদিও এরপর থেকেই এই বিষয়টি সংবাদমাধ্যমের সঙ্গে এড়িয়ে গিয়েছিলেন তিনি।
সেই ম্যাচে প্রথম ইনিংসে ২৭৮ বলে ১৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ। যা ছিল তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল ২২০ রানের ব্যবধানে।
সাদা পোশাকের ক্রিকেটে ৫০ ম্যাচ খেলে ৩৩.৪৯ গড়ে ২ হাজার ৯১৪ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। লম্বা ক্যারিয়ারে ছয়টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ নভেম্বর, ২০২১)