দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘কলেজ শেষে ঘরে ফেরার কথা ছিলো, কিন্তু খবর এলো আমার বাবাটা নাকি ঢাকা মেডিকেলের মর্গে। ডিএসসিসি’র গাড়ি আমার বাবাকে মেরে ফেলেছে।’

বুধবার (২৪ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজ ছাত্র নঈম হাসানের মৃত্যু হয়। ঢামেকের মর্গের সামনে এভাবে কেঁদে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি করেছেন নাঈম হাসানের বাবা শাহ আলম।

পুত্রশোকে পাথর এই পিতাকে কোনভাবেই সান্ত্বনা দেওয়া যাচ্ছে না। ছেলের মৃত্যু খবরে যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে বাবার। খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এই বাবা।

জানা গেছে, কলেজ শেষে কামরাঙ্গীর চরের বাসায় ফেরার কথা ছিল নাঈম হাসানের। বেলা ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় ডিএসসিসির ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয় এবং দীর্ঘ সময় রাস্তায় মরদেহ পড়ে থাকে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেকে নেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ নভেম্বর, ২০২১)