ময়লার গাড়ির ধাক্কায় ঝরল আরেক প্রাণ
দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের (১৮) মৃত্যুর ঘটনা একদিন পার না হতেই উত্তর সিটির ময়লার গাড়ির ধাক্কায় আহসান কবির খান (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন্স) আবু জাফর মো. মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে শাপলা ফার্নিচার দোকানের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি রাইড শেয়ারিং অ্যাপের যাত্রী ছিলেন। রাইডারকেও খুঁজে পাওয়া যায়নি।
(দ্য রিপোর্ট/আরজেড/২৫ নভেম্বর, ২০২১)