চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বায়েজিদ এলাকায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।
পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহতের নাম-ঠিকানা জানাতে পারেনি।
নিহতের আনুমানিক বয়স ৪০ বছর। বায়েজিদ থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম জানান, বায়েজিদ স্টিল মিলের সামনে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে একটি চলন্ত ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/শাহ/মার্চ ২৫, ২০১৪)