দ্য রিপোর্ট ডেস্ক: নিজেই সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন নিউজিল্যান্ডের এক নারী আইনপ্রণেতা।

রবিবার (২৮ নভেম্বর) মধ্যরাতে তিনি সাইকেল নিয়ে নিজে নিজেই হাসপাতলে পৌঁছে যান।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, নিউজিল্যান্ডের পার্লামেন্টের নারী ওই আইনপ্রণেতার নাম জুলি অ্যান জেনটার। তিনি দেশটির গ্রিন পার্টির একজন এমপি। হাসপাতালে পৌঁছানোর এক ঘণ্টা পর তিনি কন্যা সন্তানের মা হন।

এদিকে সন্তান জন্ম দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই খবর নিজেই প্রকাশ করেন নিউজিল্যান্ডের গ্রিন পার্টির এই রাজনীতিক। সন্তান প্রসবের কয়েক ঘণ্টা পর সেটিকে ‘বিগ নিউজ!’ (বড় খবর) বলে উল্লেখ করে জুলি অ্যান জেনটার জানান, ‘আজ ভোর ৩টা ৪ মিনিটে আমরা আমাদের পরিবারের সবচেয়ে নতুন সদস্যকে পেয়েছি। আমি সত্যিকার অর্থেই সাইকেল চালিয়ে হাসপাতালে আসার পরিকল্পনা করিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটিই হয়েছে।’

সন্তান জন্ম দেওয়ার পর আইনপ্রণেতা জুলি অ্যান জেনটার জানান, ‘আমরা খুবই স্বাস্থ্যবান এবং হাস্যোজ্জ্বল শিশু পেয়েছি। সে ঠিক তার বাবার মতো হয়েছে এবং এখন ঘুমাচ্ছে।’

জুলি অ্যান জেনটারের ভাষায়, ‘আমি আমার বাইসাইকেলকে অনেক ভালোবাসি।’

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ নভেম্বর, ২০২১)