দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী বুধবার (১ ডিসেম্বর) থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট) শারীরিক উপস্থিতিতে বিচারকাজ শুরু করা হবে।

এ বিষয়ে সোমবার (২৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ‘জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে প্রধান বিচারপতি সিদ্ধান্ত গ্রহণ করেন যে আগামী ১ ডিসেম্বর থেকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।’

উল্লেখ্য, দেশে করোনা মহামারি শুরুর পর থেকে প্রায় ১ বছর ৯ মাস ধরে আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালই চলছে। হাইকোর্ট বিভাগের কিছু বেঞ্চ শারীরিক উপস্থিতিতে ও কয়েকটি বেঞ্চ ভার্চুয়ালই চলছে। কিন্তু ১ ডিসেম্বর থেকে সব আদালত শারীরিক উপস্থিতিতে চলবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৯ নভেম্বর, ২০২১)