দ্য রিপোর্ট প্রতিবেদক: ফ্রান্স আজ বাংলাদেশকে ২.৬ মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা (এজেড) ভ্যাকসিন দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্যারিস সফরকালে বাংলাদেশকে এই ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ফ্রান্স।

বাংলাদেশে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত জিন মারিন ছুহ আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে আনুষ্ঠানিকভাবে এই ভ্যাকসিন হস্তান্তর করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বাংলাদেশকে ভ্যাকসিন দেয়ায় ফরাসী সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীদিনগুলোতে দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।

ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক প্যারিস সফরকালে তাকে উষ্ণ আতিথেয়তা এবং সবোর্চ্চ পর্যায়ে সম্মান দেয়ায় ফরাসী সরকারকে ধন্যবাদ জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেন শিগগির বাংলাদেশকে ৫.৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন দেবে।

(দ্য রিপোর্ট/আরজেড/৩০ নভেম্বর, ২০২১)