দিরিপোর্ট২৪ ডেস্ক: সোমালিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় পুন্টল্যান্ডে মৌসুমি ঘূর্ণিঝড়ে ১০০ জন নিহত হয়েছে। পুন্টল্যান্ডের প্রেসিডেন্ট আবদিরাহমান ফারোলে বলেছেন, ঝড়ে শত শত গৃহপালিত প্রাণি মারা গেছে। অসংখ্য বাড়ি ঘর ধ্বংস হয়েছে। খবর বিবিসির।

সোমালিয়ার আধা-স্বায়ত্তশাসিত এই অঞ্চলে শনিবার এবং রবিবারের ঘূর্ণিঝড়ের সময় ঝড়ো বাতাস, ভারী বৃষ্টিপাত ও বন্যার মত ঘটনা ঘটেছে। কয়েকজন মৎস্যজীবীও এ সময় নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। ‘০৩এ’ নামের মৌসুমি এই ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চল ও দেশের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আবদিরাহমান ফারোলে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখন সড়কপথে যাওয়া সম্ভব হচ্ছে না। তবে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় আকাশপথে খেজুর ও বিস্কুট পৌছে দেওয়ার চেষ্টা করছে।

(দিরিপোর্ট২৪/আদসি/এমডি/নভেম্বর ১১, ২০১৩)