খাশোগি হত্যায় এক সন্দেহভাজন প্যারিসে গ্রেফতার
দ্য রিপোর্ট ডেস্ক: সাংবাদিক জামাল খাশোগি হত্যার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবের এক নাগরিককে ফ্রান্সের প্যারিস থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার চার্লস-ডি-গল বিমানবন্দরে সন্দেহভাজন খালেদ আদেহ আল-ওতাইবিকে গ্রেফতার করা হয়।
খাশোগি হত্যায় তুরস্ক যেই ২৬ জন সৌদি নাগরিককে খুঁজছিল তার মধ্যে খালেদ আদেহ আল-ওতাইবি একজন বলে ধারণা করা হচ্ছে।
তবে সৌদির একজন কর্মকর্তা বলেছেন, ভুল করে ওতাইবি নামের সৌদি রয়্যাল গার্ডের সাবেক ওই সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনার যারা জড়িত ছিল তাদের সবাইকে সৌদি আরবে শাস্তি দেওয়া হয়েছে বলেও দাবি ওই কর্মকর্তার।
সৌদি আরবের রাজতন্ত্রের সমালোচক সাংবাদিক খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। সৌদি আরব দাবি করেছিল, ওয়াশিংটন পোস্টের সাবেক এই সাংবাদিককে দেশে ফিরতে রাজি করানোর জন্য পাঠানো এজেন্টদের ‘অভিযানে’ তিনি নিহত হন।
তবে তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করছেন, এজেন্টরা সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের আদেশে তাকে হত্যা করেছে।
খবর বিবিসি
(দ্য রিপোর্ট/আরজেড/ ০৮ ডিসেম্বর, ২০২১)