দ্য রিপোর্ট ডেস্ক: মেধা তালিকায় পঞ্চম হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় পুলিশে চাকরি হচ্ছে না বাবা হারা মেয়ে বরিশালের আসপিয়ার। এদিকে, আসপিয়ার চাকরি না হলে অনশনে বসার ঘোষণা দিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

আসপিয়ার ঘটনায় ফেসবুকে করা একটি প্রতিবাদী পোস্টে মন্তব্য করে তিনি এই আগ্রহ জানান। পরে ওই আইডি থেকে নির্মলেন্দু গুণের পুরো বক্তব্য পোস্ট করা হয়।

কবি নির্মলেন্দু গুণ লেখেন, ‘ভূমিহীন হলে পুলিশের চাকরি করা যাবে না- এ রকম একটা আইন আছে, সেটাই তো জানতাম না। মেধা তালিকায় পঞ্চম হয়েও ভূমিহীন বলে বরিশালের আসপিয়া চাকরি পাবে না, এটা হতে পারে না। হতে দেয়া যায় না। এই আইন বাতিল কিংবা সংশোধন করে তাকে চাকরি দেয়া হোক। নইলে আমি অনশনে বসব।’

আসপিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমি যোগ্যতাবলে সাতটি ধাপ পেরিয়ে চূড়ান্ত নিয়োগের অপেক্ষায় ছিলাম। এর মধ্যে হিজলা থানার ওসি জানান, চাকরি পেতে হলে নিজেদের জমিসহ ঘর দেখাতে হবে। কিন্তু আমাদের কোনো জমি নেই। আমরা একজনের জমিতে বছরের পর বছর ধরে বাস করছি। জমি নেই বলে আমার চাকরি হবে নাএটা বিশ্বাস হচ্ছিল না। বৃহস্পতিবারে দুপুরে ডিআইজি স্যারের কাছে গিয়ে তাকে অনেক অনুনয়-বিনয় করি। কিন্তু আইনে বাধা থাকায় কিছু করার নেই বলে জানান তিনি।’

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ ডিসেম্বর, ২০২১)