দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও বিএনপি করতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার জন্য মায়াকান্না করছেন। অথচ তার মুক্তি ও চিকিৎসার জন্য চোখে পড়ার মতো একটি মিছিলও তারা করতে পারেননি।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে তার রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু বানিয়ে দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকার করাই বিএনপির উদ্দেশ্য।

‘এ দেশের রাজনীতিতে কে মানবিকতার নজির স্থাপন করেছেন’—বিএনপি মহাসচিবকে এমন প্রশ্ন রেখে কাদের বলেন, কারা রাজনীতিতে শিষ্টাচারহীনতা, অশালীনতার চর্চা করে যাচ্ছে। ২১ আগস্ট রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল বিএনপি। অথচ তখন সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া বলেছিলেন, গ্রেনেড নাকি শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে জানতে চেয়ে বলেন, এই বক্তব্য কোন সভ্য দেশের নেতার বক্তব্য ছিল?

(দ্য রিপোর্ট/আরজেড/ ১০ ডিসেম্বর, ২০২১)