ওমিক্রন: যুক্তরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা
দ্য রিপোর্ট ডেস্ক: ব্যাপক দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণে লাগাম টানতে জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন সম্প্রতি এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন।
বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে আমরা দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হচ্ছি। ওমিক্রন সংক্রমণের একটি বড় ঢেউ আমাদের সামনে অপেক্ষা করছে, এই পরিস্থিতিতে কেউই সন্দেহের উর্ধ্বে নয়।’
জনগণকে টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়ার তাগিদ দিয়ে বিবৃতিতে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এটি এরইমধ্যে পরিষ্কার যে টিকার দুই ডোজ ওমিক্রনের সংক্রমণ থেকে যথাযথ সুরক্ষা দেওয়ার জন্য যথেষ্ট নয়। কিন্তু সুসংবাদ হচ্ছে- আমাদের বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী যে টিকার তৃতীয় ডোজ, কিংবা বুস্টার ডোজ আমাদের সবাইকে এই ধরনটি থেকে কাঙ্ক্ষিত সুরক্ষা দিতে সক্ষম।’
এদিকে, সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ জানিয়েছেন, দেশে বর্তমানে যারা করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন, তাদের মধ্যে শতকরা ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। সোমবার যুক্তরাজ্যে এই ধরনটিতে আক্রান্ত এক রোগীর মৃত্যুও হয়েছে।
স্কাই নিউজকে সাজিদ জাভিদ বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এই মুহূর্তে যুক্তরাজ্যে করোনা রোগীদের ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। অভূতপূর্ব গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। প্রতিদিনই এতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে। এত ব্যাপক সংক্রামক ভাইরাস এর আগে আমরা দেখিনি।’
যুক্তরাজ্যে গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়। এই ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে দেশটিতে কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে বরিস জনসন প্রশাসন।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ ডিসেম্বর, ২০২১)