এক মঞ্চে গাইবেন জেমস-হাসান-টুটুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: এ দেশের ব্যান্ড সংগীতের জনপ্রিয় দুই নাম জেমস ও হাসান। একজন নগর বাউলের সাইনবোর্ড আরেকজন আর্ক ব্যান্ডের তারকা। বহুদিন তারা ব্যান্ড সংগীতের আঙিনাকে মাতিয়ে রেখেছেন গানে গানে। এক মঞ্চেও বহু কনসার্টে দেখা গেছে তাদের।
তবে মাঝে বেশ লম্বা বিরতি গেছে। সেই বিরতি কাটিয়ে আবারও একই আয়োজনে গান করতে আসছেন ব্যান্ড গানের দুই নন্দিত তারকা জেমস ও হাসান। তাদের সঙ্গে থাকবেন আরেক জনপ্রিয় গায়ক এস আই টুটুলও।
আগামী ১৬ ডিসেম্বর রাত ৯টায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারের ‘লাল সবুজের মহোৎসব’-এ পারফর্ম করবেন এই তিনজন। এ তথ্য নিশ্চিত করেছে গানবাংলা।
বিজয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে ১৬দিন ব্যাপী এক মহাআয়োজন। ‘লাল সবুজের মহোৎসব’ নামের অনুষ্ঠানটি আয়োজন করছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)। এর ব্যবস্থাপনায় আছে ওয়ান মোর জিরো।
এই আয়োজনের অংশ হিসেবেই ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে গাইতে দেখা যাবে জেমস, হাসান ও এস আই টুটুলকে। এটি সবার জন্য থাকবে উন্মুক্ত।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৪ ডিসেম্বর, ২০২১)