রাষ্ট্রপতিকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিগ টুয়েন্টি নাইন উপহার দিলেন রামনাথ
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে যান সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময়, রামনাথ কোবিন্দ উপহারস্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মিগ টুয়েন্টি নাইন ও একটি ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতির কাছে। এসব উপহার জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানা গেছে। বৈঠকের পাশাপাশি কোবিন্দের সম্মানে আয়োজিত নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
তিন দিনের সফরে ঢাকায় এসে ভারতের রাষ্ট্রপতি বঙ্গভবনে গেলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার সহধর্মিনী। পরে দুই শীর্ষ নেতা বসেন বৈঠকে।
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠিত এবারের এই সফরকে স্মৃতির ফলকে তুলে রাখার পাশাপাশি বন্ধুত্বের নিদর্শনও দেখা গেলো বঙ্গভবনে।
রাষ্ট্রপ্রধান আবদুল হামিদকে উপহার স্বরূপ মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মিগ-২৯ এবং টি-৫৫ ট্যাঙ্কের রেপ্লিকা তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পরবর্তীতে জাদুঘরে এই যুদ্ধাস্ত্র প্রদর্শন করা হবে নতুন প্রজন্মের জন্য।
এরপরে, বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন রামনাথ। এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি ও জাতীয় সংসদের স্পিকারসহ মন্ত্রিপরিষদের সদস্যরা।
পরে ভোজসভার পাশাপাশি শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ উপস্থিত শীর্ষ নেতারা।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৬ ডিসেম্বর, ২০২১)