দ্য রিপোর্ট প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল বাংলার মেয়েরা। আসরের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করলেও ভুটানের বিপক্ষে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ম্যাচে ভুটানকে হারিয়ে দেয় ৬-০ গোলে। এবার অপেক্ষা শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার।

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির হকিতে এক দিন আগে ভারতের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। তারই প্রতিশোধ নিল মেয়েরা। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের তৃতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ ফুটবল দল।

ভারতকে এই ম্যাচে হারিয়ে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠেছে মারিয়া মান্ডার দল। পাঁচ দলের টুর্নামেন্টে তিন ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ পয়েন্ট।

ম্যাচের ষষ্ঠ মিনিটে ডি-বক্সে বল নিয়ে ঢুকলে তহুরা খাতুন ফাউলের শিকার হন। তাতেই স্বাগতিক দল পেয়ে যায় পেনাল্টি। ম্যাচের অষ্টম মিনিটে পেনাল্টির সুযোগ পেয়ে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার সিনিয়র। যা শেষ পর্যন্ত জয় সূচক গোলে পরিণত হয়েছে।

আগামী রোববার (১৯ ডিসেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে রবিন রাউন্ড লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/ ১৭ ডিসেম্বর, ২০২১)