চট্টগ্রামে যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের সীতাকুন্ড ভাটিয়ারী এলাকায় মঙ্গলবার দুপুরে দুই হাত বাঁধা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় যুবকের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোডে অবস্থিত গোয়ালিনী দুধের কারখানার পাশে ব্রিজের নিচে এই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। স্থানীয়রা ধারণা করছেন কেউ যুবকটিকে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখে। রাতে বৃষ্টি হয়ে মাটি সরে যাওয়াতে লাশটি বের হয়ে আসে।
সীতাকুন্ড থানার ডিউটি অফিসার খালেদ হোসেন জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচ/এমসি/মার্চ ২৫, ২০১৪)