নড়াইল সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শনে মাশরাফী
দ্য রিপোর্ট প্রতিবেদক: নড়াইল-২ আসনের সংসদ সদস্য, সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা শনিবার নড়াইল সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন। স্থানীয়দের নানা অভিযোগের প্রেক্ষিতে সরেজিমন খোঁজখবর নিতে আগেভাগে কাউকে কিছু না জানিয়ে বেশ সকালে তিনি হাসপাতালে যান।
এ সময় মাশরাফী কিছু অনিয়ম দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি হাসপাতাল তত্ত্বাবধায়ককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ সময় মাশরাফী বিন মোর্ত্তজা জানান, সদর হাসপাতালের নানা অনিয়মের বিষয়ে বেশ কিছুদিন যাবত প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি সদর হাসপাতালে প্রবেশ করেন। সেখানে বেশ কিছু সময় অবস্থানকালে, ১০ জন চিকিৎসকের যথাসময়ে হাসপাতালে উপস্থিত না হওয়া, অনুমোদন ছাড়া হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসারসহ বিভিন্ন সময় একাধিক চিকিৎসকের ছুটি ভোগ, ভর্তি রোগীর সংখ্যা অনুপাতে কম খাবার পরিবেশন করা, প্রশাসনিক নানা অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের প্রমাণ পান।
এ সময় সেখানে উপস্থিত রোগীরাও তাদের চিকিৎসা সেবা প্রদানে গাফিলতি, ওষুধপত্র না পাওয়াসহ কর্তৃপক্ষের নানা অনিয়ম মাশরাফীর কাছে তুলে ধরেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাশরাফী হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুন্সি আসাদ উজ-জামানকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
(দ্য রিপোর্ট/আরজেড/ ১৮ ডিসেম্বর, ২০২১)