চীনে ফ্লাইওভার ধসে নিহত চার
দ্য রিপোর্ট ডেস্ক: চীনের হুবেই প্রদেশে একটি ফ্লাইওভারের অংশ ধসে পড়ে চার জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো আটজন। শনিবার এ ঘটনটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যমগুলো।
সাউথ চায়না মর্নিং পোস্ট রবিবার (১৯ ডিসেম্বর) জানায়, শনিবার দুপুরের দিকে হুবেই প্রদেশের ইজো শহরে দুটি এক্সপ্রেসওয়েকে সংযোগকারী ওই ফ্লাইওভারটির ৫০০ মিটার লম্বা একটি অংশ ধসে পড়ে। এ সময় ব্রিজটির ওপর থাকা কিছু গাড়ি নিচে পড়ে যায়। এতে চার ব্যক্তি নিহত ও আরো কয়েকজন আহত হন।
সিনহুয়া জানায়, সেতুটি ধসে তিনটি ট্রাক নিচে পড়ে যায় এবং ধ্বংসস্তুপের নিচে একটি গাড়ি চাপা পড়ে। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ ডিসেম্বর, ২০২১)