ভারতে প্রবেশে বাংলাদেশিদের নতুন বিধিনিষেধ
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হলেও বিধিনিষেধ আরোপের কারণ নিয়ে কিছু বলা হয়নি।
প্রতিবেদনে বলা হয়, আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে সর্বোচ্চ ১০০ জন বাংলাদেশি যাত্রীকে প্রতি দিন প্রবেশ করতে দেওয়া হবে।
এই বিধিনিষেধ কার্যকর করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে আইসিপি’র অভিবাসন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই বিধিনিষেধ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের হরিদাসপুরে আইসিপি’র অভিবাসন দপ্তরে।
হরিদাসপুর দিয়ে সর্বোচ্চ ৪০০ জন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রতিদিন প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
গত ৮ ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এরপরেই কিছু বিধিনিষেধ জারি করে ভারত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১৫ ডিসেম্বর জারি করা আদেশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে মেডিকেল এবং ব্যবসায়ী ভিসা দেওয়া হচ্ছে।
অভিবাসনের সময়ে বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক পরীক্ষা করানো আবশ্যিক বলেও আদেশে বলা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ ডিসেম্বর, ২০২১)