দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বামীর নির্যাতনে মাহমুদা খানম আঁখি (২১) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগরে চান্দগাঁও থানা এলাকায়। রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে আঁখির মৃত্যু হয়।

আজ (সোমবার, ২০ ডিসেম্বর) সকালে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির এ তথ্য জানিয়েছেন।

এর আগে এ ঘটনায় আঁখির স্বামী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য আনিসুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহত আঁখির স্বজনরা জানান, গত ছয় মাস ধরে আঁখির ওপর শারীরিক মানসিক নির্যাতন চলছিল। আঁখির স্বামী আনিসুল ইসলামের সঙ্গে অন্য একটি মেয়ের সম্পর্ক আছে। বিষয়টি জানতে পেরে আঁখি প্রতিবাদ করলে তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সে যেন এসব বিষয় কারও সঙ্গে শেয়ার করতে না পারে, সেজন্য তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। বাইরে যাওয়ার সময় তাকে ঘরে তালাবদ্ধ করে যেত তার স্বামী। ৬/৭ দিন আগে আঁখিকে খুব মারধর করা হয়। সে অবস্থায়ও চিকিৎসা না করে তাকে ঘরে ফেলে রাখা হয়। অবস্থা গুরুতর হলে গত শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবির বলেন, স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পেয়েছি। ঘটনার পর বেসরকারি হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২০ ডিসেম্বর, ২০২১)