করোনায় আক্রান্ত নাদাল
দ্য রিপোর্ট ডেস্ক: চোট কাটিয়ে লম্বা সময় পর কোর্টে ফিরতেই আবারো দুঃসংবাদ পেলেন রাফায়েল নাদাল। আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে খেলে স্পেনে ফেরার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
৩৫ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড সোমবার (২০ ডিসেম্বর) টুইটারে বিষয়টি জানান।
কুয়েত ও আবু ধাবিতে থাকার সময়ে প্রতিটি কোভিড পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছিল। সবশেষ গত শুক্রবার করানো পরীক্ষার ফলও ছিল নেগেটিভ। দেশে ফিরে করানো পরীক্ষায় ফল আসে পজিটিভ।
ওই চোটে চার মাস কোর্টের বাইরে ছিলেন নাদাল। গত জুনে ফরাসি ওপেনের সেমি-ফাইনাল থেকে বিদায় নেন তিনি নোভাক জোকোভিচের কাছে হেরে। পরে নাম প্রত্যাহার করে নেন উইম্বলডন, টোকিও অলিম্পিক ও ইউএস ওপেন থেকে।
আগামী ১৭ জানুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে তিনি খেলবেন কি-না, সে নিশ্চয়তা দিতে পারেননি বর্তমানে র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থাকা এই তারকা।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ ডিসেম্বর, ২০২১)