বিশ্ববাজারে তেলের দাম ৩ ডলার কমেছে
দ্য রিপোর্ট ডেস্ক: কোভিড-১৯ ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের তীব্র সংক্রমণের মুখে বিশ্বব্যাপী ছপড়িয়ে আতঙ্ক পরছে। আর তার নেতিবাচক প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়ছে। ২০ ডিসেম্বর, সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে চার শতাংশের বেশি।
অয়েল প্রাইস ডটকমের হিসাব অনুসারে, সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৪ দশমিক ৮১ শতাংশ বা ৩ দশমিক ৪১ মার্কিন ডলার। এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয়েছে ৬৭ দশমিক ৪৫ ডলারে।
অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ক্রুডের দামও কমেছে। সোমবার দরপতন হয়েছে পুরো চার শতাংশ বা ২ দশমিক ৯৪ ডলার। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল বিক্রি হয়েছে ৭০ দশমিক ৫৮ ডলারে। এদিন হিটিং অয়েলের দামও ৩ দশমিক ৭৭ শতাংশ কমে ২ দশমিক ১৩৫ ডলারে দাঁড়িয়েছে।
যদিও বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। সোমবার গ্যাসের দাম ৩ দশমিক ৭৭ শতাংশ বা ০.১৩৯ ডলার বেড়ে ৩ দশমিক ৮২৯ ডলারে প্রতি ইউনিট বিক্রি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ওমিক্রন সংক্রমণ বিশ্বজুড়ে দ্রুত বাড়তে থাকায় এবং ইউরোপ-আমেরিকায় বিধিনিষেধ ফিরে আসায় তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর কারণেই বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২১ ডিসেম্বর, ২০২১)