বাংলাদেশে ১১শ’ কোটি টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড
দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ-সুইজারল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করতে চলেছে। এর অংশ হিসেবে আগামী চার বছরে বাংলাদেশে ১১শ’ (১১৯ মিলিয়ন সুইস মুদ্রা) কোটি টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড।
বুধবার (২২ ডিসেম্বর) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি) মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি। তিনি বলেন, ২০২২-২৫ সালের মধ্যে এ সহযোগিতা কার্যক্রম চালু থাকবে।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসডিসি মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বলেন, নতুন সহযোগিতা কর্মসূচি সুইস পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশল দ্বারা পরিচালিত হয়। এটি এজেন্ডা ২০৩০ সাল পর্যন্ত এবং অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুইস কো-অপারেশন প্রোগ্রামের সামগ্রিক লক্ষ্য হল বাংলাদেশের টেকসই এলডিসি গ্র্যাজুয়েশনকে সমর্থন করা, একটি সমৃদ্ধ, ন্যায্য এবং স্থিতিস্থাপক সমাজের প্রচার করা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখা। সুইজারল্যান্ড আগামী চার বছরে বাংলাদেশে তার কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রায় ১১শ কোটি বাংলাদেশি টাকা বিনিয়োগ করবে।
এসডিসি মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বাংলাদেশ অবস্থানকালে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, সুবিধাভোগী এবং অন্যান্য মূল স্টেকহোল্ডারদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং রোহিঙ্গা সংকটসহ বিস্তৃত বিষয়ে আলোচনা করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির এবং কক্সবাজার ও গাজীপুর জেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে বিভিন্ন মানবিক ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
স্বাধীনতার পর বাংলাদেশের সঙ্গে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড ছিল। গত পাঁচ দশকে, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সহায়তা, সেই সঙ্গে সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনিময়সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃহত্তর ও গভীরতর হয়েছে। দুই দেশ ২০২২ সালে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২২ ডিসেম্বর, ২০২১)