দ্য রিপোর্ট ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য নোভাভ্যাক্সকে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার টিকাগুলোর মধ্যে দশম টিকা হিসেবে বিশ্ব সাস্থ্য সংস্থার অনুমোদন পেলো নোভাভ্যাক্স।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভার তৈরি এ টিকাকে অনুমোদন দেওয়া হয়।

এদিকে, নোভাভ্যাক্স টিকার শর্তসাপেক্ষ অনুমোদনের সুপারিশ করেছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। সোমবার ইএমএ-এর পক্ষ থেকে তাদের বিশেষজ্ঞদের এমন সুপারিশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোভাভ্যাক্স ভ্যাকসিন ইউরোপীয় মেডিসিন এজেন্সির আনুষ্ঠানিক অনুমোদন লাভের আগেই ইতোমধ্যে এই টিকার ২০০ মিলিয়ন ডোজ কেনার চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন।

নোভাভ্যাক্স বলছে, তাদের টিকা উত্তর আমেরিকায় একটি ট্রায়ালে করোনার বিরুদ্ধে ৯০ দশমিক ৪ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। আগামী জানুয়ারি নাগাদ ইউরোপীয় ইউনিয়নে ভ্যাকসিন সরবরাহ শুরুর ব্যাপারে আশাবাদী কোম্পানিটি।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২২ ডিসেম্বর, ২০২১)