দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় ফের একজনের প্রাণহানির ঘটনা ঘটছে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানী সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় নিহত ব্যক্তির নাম (৬২) স্বপন কুমার সরকার।

এর আগে গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। পরে তার সহপাঠীরা জানান, গুলিস্তান হল মার্কেটের সামনের রাস্তায় হেঁটে পার হওয়ার সময় গুলিস্তান জিরো পয়েন্টগামী ময়লা পরিবহনের একটি গাড়ি নাঈমকে ধাক্কা দেয়। নাঈমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

নটর ডেমের শিক্ষার্থীকে ময়লাবাহী গাড়ি চাপা দেয়ার পরদিনই ২৫ নভেম্বর সোনারগাঁও মোড় থেকে পান্থপথে যাওয়ার রাস্তার সিগন্যালে মোটরসাইকেলে অপেক্ষারত গণমাধ্যমকর্মী কবির খানকে পিষ্ট করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লাবাহী ট্রাক। কবির খানকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া দিলে ট্রাকচালক ও তার সহকারী ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৩ ডিসেম্বর, ২০২১)