ট্রাম্পের কারণেই আগামী নির্বাচনে আগ্রহ বাড়ছে: বাইডেন
দ্য রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের সর্বশেষ সাধারণ নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যদিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জো বাইডেন। এবার আগামী ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প অংশগ্রহণ করবে বলে নির্বাচনের প্রতি আরো আগ্রহী হয়ে উঠেছেন বাইডেন। সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষৎকারে এমনটা বলেন তিনি।
বাইডেন বলেন, দেখুন আমি ভাগ্যকে বিশ্বাস করি, কারণ ভাগ্য আমার জীবন, আমার সময়ে বহুবার হস্তক্ষেপ করেছে। তাই ভাগ্য যদি সহায়ক হয় তথা, আমার স্বাস্থ্য বর্তমান অবস্থায় থাকে তাহলে আবারো প্রেসিডেন্ট পদে প্রার্থী হব।
এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরো জানিয়েছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প প্রার্থী হবেনে বলেই তার প্রার্থী হওয়ার আগ্রহ বাড়ছে।
এদিকে নির্বাচনে করার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি ট্রাম্প। তবে এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/ ২৪ ডিসেম্বর, ২০২১)