দ্য রিপোর্ট ডেস্ক: ইসলাম ধর্মের শেষ নবী মোহাম্মদ (সা.) এর অবমাননাকে শৈল্পিক স্বাধীনতা হিসেবে দেখার বিরোধীতা করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বরং এ ধরনের কাজকে ‘ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। ২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, মোহাম্মদ (সা.) কে অবমাননা করা ইসলাম ধর্মের অনুসারীদের পবিত্র অনুভূতিতে আঘাত করার সামিল। শৈল্পিক স্বাধীনতার অবশ্যই একটি সীমা আছে এবং তা কোনোভাবেই অন্যের স্বাধীনতাকে লঙ্ঘন করা উচিত নয়।

পুতিন আরো বলেন, রাশিয়া একটি বহুজাতিক রাষ্ট্র। রাশিয়া সব জাতির ঐতিহ্যকে সম্মান দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো কোনো দেশের ক্ষেত্রে এ শ্রদ্ধা কম দেখা গেছে।

এ সময় ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোতে মোহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করার সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, এটি মুসলিমদের চরমভাবে ক্ষুব্ধ করেছে।

এদিকে রুশ প্রেসিডেন্টের এমন বক্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমি আবারও বলছি মহানবী (সা.) কে অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়। আমাদের মুসলিমদের, বিশেষ করে মুসলিম নেতাদের ইসলামফোবিয়া প্রতিরোধে এ বার্তাটি বিশ্বের অমুসলিম নেতাদের কাছে পৌঁছে দিতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৫ ডিসেম্বর, ২০২১)