দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর রামপুরায় বাসচাপায় মাইনুদ্দিন নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার পর ৮-১০টি বাসে আগুন দেওয়া ও ভাঙচুরের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের নাম মনির এবং তিনি ঘটনার মূলহোতা বলে জানিয়েছে র‍্যাব।

বুধবার (২৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, তাদেরকে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে রামপুরায় অনাবিল পরিবহনের বাসের চাপায় মাঈনুদ্দিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। সে একরামুন্নেছা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনার জেরে ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ ডিসেম্বর, ২০২১)