দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশকে কোভাক্সের আওতায় এখন পর্যন্ত মোট ২ কোটি ১০ লাখ টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস সূত্র এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্র সর্বশেষ ২৮ ডিসেম্বর কভিড-১৯ প্রতিরোধক ২৫ লাখ ডোজ ফাইজার টিকা উপহার দিয়েছে। এ নিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের টিকা অনুদান ২ কোটি ১০ লাখ ডোজ ছাড়িয়েছে।

উল্লেখ্য, ৯২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য ২ বিলিয়ন টিকা সরবরাহে প্রায় দশ বিলিয়ন মার্কিন ডলারের ফান্ড গঠন করেছে কোভাক্স। এর মাধ্যমে বাংলাদেশকে টিকা সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

(দ্য রিপোর্ট/আরজেড/ ২৯ ডিসেম্বর, ২০২১)