ফাইনালে উঠতে বাংলাদেশের প্রয়োজন ২৪৪ রান
দ্য রিপোর্ট ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। আগে ব্যাট করে টাইগার যুবাদের বোলিং তোপে খুব বেশি রান করতে পারেনি টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে মোটামুটি সহজ লক্ষ্য পেয়েছে টাইগাররা।
নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২৪৩ রান। ফাইনালে উঠতে বাংলাদেশের প্রয়োজন ২৪৪ রান।
বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। শুরু থেকেই দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে টাইগার যুবারা। ২৩ রানেই ভারত হারায় প্রথম উইকেট।
বল হাতে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন আশিকুর জামান ও তানজিম হাসান সাকিব। যথাক্রমে ১৬ ও ১৫ রানে বিদায় নেন দুই ওপেনার রাঘুভাংশী ও হারনুর। মেহেরবের বলে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন নিশান্ত সিন্ধু। এমন পরিস্থিতিতে দলের হাল ধরেন শাইক রশিদ।
একপ্রান্ত আগলে রেখে ১০৮ বলে করেন অপরাজিত ৯০ রান। দলকে নিয়ে যান আড়াইশো'র দোরগোড়ায়। রশিদ ছাড়া আর কেউই বলার মত স্কোর গড়তে পারেননি।
অন্যান্যদের মধ্যে ভিকি অস্তাল অপরাজিত ২৮* (১৮ বলের মোকাবেলায়), অধিনায়ক ইয়াশ ঢুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রান করেন।
নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২৪৩ রান।
বাংলাদেশের পক্ষে অধিনায়ক রাকিবুল শিকার করেন তিনটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব, নাইমুর রহমান, এসএম মেহরব ও আরিফুল ইসলাম।
(দ্য রিপোর্ট/আরজেড/ ৩০ ডিসেম্বর, ২০২১)