সারা দেশে চলছে আন্দোলনের ওয়ার্মআপ : মির্জা ফখরুল
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ শুধু আন্দোলনের কথা বলে। শুধু হরতাল-অবরোধ নয়, ফুটবল খেলার আগে যেভাবে ওয়ার্মআপ করা হয়, সমাবেশের মাধ্যমে আমরাও আন্দোলনের ওয়ার্মআপ করছি। সারা দেশে আন্দোলনের ওয়ার্মআপ চলছে। বড় আন্দোলনের জন্যে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় আমরা প্রস্তুত হচ্ছি।’
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি না হলে আমরা আর চুপ থাকব না। আন্দোলন করেই তাকে মুক্ত করব। যতক্ষণ খালেদ জিয়াকে মুক্ত করে বিদেশে সুচিকিৎসা নিশ্চিত করা না হবে আর তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন থামবে না।’
খালেদা জিয়া দেশ ও জনগণের জন্য গণতন্ত্র রক্ষায় আপসহীন সংগ্রাম করেছেন, দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমারা অবিলম্বে তার মুক্তি চাই। তার সুচিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার দাবি জানাচ্ছি। সারা দেশের মানুষের দাবি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর। কিন্তু, এসব দাবি সরকারের কানে যায় না। যদি খালেদা জিয়ার কিছু হয়, সরকারকে এর দায় নিতে হবে।’
বেগম খালেদা জিয়াই প্রথম নারী মুক্তিযোদ্ধা, মির্জা ফখরুলের এ বক্তব্যের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলায় আওয়ামী লীগ নেতাদের গা জ্বলে যাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় যে নারীকে পাকিস্তানি ঘাতকের দ্বারা বন্দি হতে হয়েছে, সে মুক্তিযোদ্ধা হবে না তো কে হবে? যে পাকিস্তানের সঙ্গে আঁতাত করেছে সে হবে? খালেদা জিয়াই প্রথম মুক্তিযোদ্ধা।’
ইউপি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘প্রিজাইডিং অফিসার দিয়ে ভোট চুরির নতুন কৌশল আবিষ্কার করছে আওয়ামী লীগ। এখন আর সহিংস পরিবেশ তৈরির প্রয়োজন পড়ে না। প্রিজাইডিং অফিসার দিয়েই ভোটের ফল পাল্টে ফেলা যাচ্ছে।’
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ।
(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ ডিসেম্বর, ২০২১)