আঞ্চলিক তিন দেশ সোলাইমানি হত্যায় জড়িত: ইরান
দ্য রিপোর্ট ডেস্ক: ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে ২০২০ সালের ৩ জানুয়ারি হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে আঞ্চলিক তিন দেশ এবং বাইরের আরো তিনটি দেশ জড়িত ছিল বলে দাবি করেছেন ইরান। পাশাপাশি হামলায় জড়িতদের তালিকার শীর্ষে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (সূত্র: পার্সটুডে)
ইরানের মানবাধিকার কমিশনের মহাসচিব কাজেম গরিবাবাদি বলেছেন, মার্কিন সরকার যেহেতু ওই হত্যাকাণ্ড সংঘটিত করেছে সে কারণে এর সঙ্গে জড়িত বেশিরভাগ অপরাধী যুক্তরাষ্ট্রের নাগরিক। জেনারেল সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ১২০ জনকে এ পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। ৪০ জনের বেশি অপরাধীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই মামলা এগিয়ে নিয়ে যেতে ৯টি দেশে বিচার বিভাগীয় প্রতিনিধি পাঠানো হয়েছে।
কাজেম গরিববাবাদি আরো বলেন, জেনারেল সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশনের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল- মুহান্দিসের ঘৃণ্য হত্যাকাণ্ডের জন্য প্রধান দায়ী ব্যক্তি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এসব অপরাধীকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক সদিচ্ছা ও ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার দ্বিতীয় বার্ষিকীর আগ মুহূর্তে বুধবার, ২৯ ডিসেম্বর কাজেম গরিববাদি এসব কথা বলেছেন।
(দ্য রিপোর্ট/আরজেড/ ৩১ ডিসেম্বর, ২০২১)