দ্য রিপোর্ট প্রতিবেদক: ইংরেজি নতুন বছর বরণ করতে গিয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় ফানুসের কারণে আগুন লাগার ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা ঘটলেও বড় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফাতেমা কমল ইফা তার একটি কমেন্টে লেখেন, কিছু মুহূর্তের আনন্দের জন্য কত বড় দুর্ঘটনা ঘটে যায়! গতবছরও অনেক অঘটন ঘটেছে। যার কারণে এ বছর আমাদের পরিবার থেকে এবার আতশবাজি পোড়ানো হয়নি, ফানুসও ওড়ানো হয়নি।

সাবরিনা আহমেদ লিখেছেন, আগুন দিয়ে সেলিব্রেশন যারা করছেন তারা প্লিজ দেখুন। একটু আগে আমি দেখেছি একটা ফানুস কারেন্টের লাইনে ধাক্কা খেলো। ভাবছি, এতে যদি আগুন লাগতো, তবে কী হবে!

আসরার হাসান তার মন্তব্যে জানান, প্রত্যেক নতুন বছরে এমন অসংখ্য দুর্ঘটনা ঘটে। এর পেছনে শিক্ষিতরাই বেশি। কিছু বলার নেই।

তাহাসিন গাজী ইমন তার মন্তব্যে বলেন, এসব নিষিদ্ধ করা উচিত।

ফানুসের কারণে আগুন লাগার ঘটনায় অভিব্যক্তি জানাতে গিয়ে সাজিয়া আরফিন ফেসবুকে লিখেছেন, এত বেশি বিনোদনপ্রেমী হয়ে গেছে মানুষ, যে ক্ষয়ক্ষতি চিন্তা করে না। আনন্দের নামে মানুষের অশান্তির কারণ হচ্ছে তারা। এ পর্যন্ত ১০ জায়গায় আগুনের নিউজ দেখলাম। এটা বর্ষবরণ!

ফারজানা মিতু জানান, প্রতি বছরই এই পাগলামি দেখি। শুধু থার্টি ফার্স্ট নাইটেই নয়। আরও অনেক উৎসবেই ফানুস ওড়ানো হয়।

আহমেদ নামের একজন লিখেছেন, আজ আসলেই অনেক ভয়ে কাটালাম। এত ইরেসপনবিল মানুষ হয় কীভাবে? চারিদিকে বিদ্যুতের খুঁটি আর টিনশেড বাড়ির ছড়াছড়ি। এর মাঝে পুরো এক-দেড় ঘণ্টা চললো এই তাণ্ডব!

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জানুয়ারি, ২০২২)