দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৬ জনে।

একই সময়ে নতুন করে ৩৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ৯০৯ জনের করোনা শনাক্ত হলো।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।

(দ্য রিপোর্ট/আরজেড/ ০১ জানুয়ারি, ২০২২)