মাস্ক না পরায় দেশে সংক্রমণ বাড়ছে : আইইডিসিআর
দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার সংক্রমণের ঝুঁকি সত্ত্বেও ভিড়ের মধ্যে মুখে মাস্ক ব্যবহার করছেন না অনেকে। রাজধানীর নিউমার্কেট এলাকায়।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বলছে, মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে।
আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর মঙ্গলবার বলেন, "এখন মূলত মাস্ক না পরা এবং সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বেড়ে যাওয়ার কারণে দেশে সংক্রমণ বাড়ছে। ওমিক্রন এখনও দেশে সেভাবে ছড়ায়নি।"
তিনি বলেন, আগামী তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে দেশে সংক্রমণ আরও বাড়তে পারে। ডা. আলমগীর বলেন, "আমাদের অঞ্চলে এখনো ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাব বেশি। যেসব রোগী কোভিড পজিটিভ হচ্ছে তাদের হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। ওমিক্রনে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় কম। তবে ওমিক্রন রোগী সামনে বাড়বে।"
"গত দুই বছর ধরে আমরা খেয়াল করেছি ইউরোপ-আমেরিকায় ছড়ানোর তিন থেকে পাঁচ সপ্তাহের মধ্যে আমাদের দেশেও সংক্রমণ বাড়তে থাকে। সে হিসেবে আমাদের দেশে তিন সপ্তাহ পর সংক্রমণ বাড়বে ও ৬ সপ্তাহের মধ্যে এটি ছড়িয়ে পড়তে পারে," যোগ করেন তিনি।
সবাইকে মাস্ক পরার পরামর্শ দেন তিনি।
"মাস্ক সব ধরণের ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কাজ করে। মাস্ক পরলেও ভ্যাকসিন নিতে হবে," বলেন এএসএম আলমগীর।
(দ্য রিপোর্ট/আরজেড/০৪ জানুয়ারি, ২০২২)