দ্য রিপোর্ট ডেস্ক: মাউন্ট মঙ্গানুই টেস্ট নিউজিল্যান্ডকে হারানোয় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ৪০ রানের টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে বাংলাদেশ। ৮ উইকেটে জয় তুলে নিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম জয় পেল বাংলাদেশ। আর বিদেশের মাটিতে ষষ্ঠ জয়ের স্বাদ নিলো টাইগাররা। বাংলাদেশের এমন ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানান সাকিব।

বর্তমানে পরিবারের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাকিব লিখেছেন, ‘কি দারুণভাবে নতুন বছর শুরু হলো বাংলাদেশ ক্রিকেট। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফদের অনেক অভিনন্দন।’

তিনি আরও লিখেন, ‘আমাদের ফাস্ট বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। একইভাবে সব ব্যাটাররাও অসাধারণ খেলেছে। দিনটি উপভোগ করো। সব কৃতিত্ব তোমাদের প্রাপ্য।’



ব্যক্তিগত কারনে এই টেস্ট সিরিজে খেলছেন না সাকিব।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ জানুয়ারি, ২০২২)