ম্যারাথন শেষ, থেমে গেল জামিলের জীবনপ্রদীপও
দ্য রিপোর্ট প্রতিবেদক: টিম চট্টগ্রাম নামের একটি স্বাস্থ্য সচেতনতামূলক সামাজিক সংগঠনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে ২১.১ কিলোমিটার দৌড় শেষ করে গহর জামিল হোসেন (৪৫) নামে এক অংশগ্রহণকারী মারা গেছেন।
শুক্রবার (৭ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় দৌড় শেষ করে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি কবির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গহর জামিল হোসেন (৪৫) পটুয়াখালী জেলার সদর থানার গোরস্থান রোডের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি এসিআরএবি নামের একটি প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ কর্মকর্তা কবির হোসেন বলেন, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ঢাকা থেকে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চট্টগ্রামে আসেন তিনি। ২১.২ কিলোমিটার দৌড় শেষ করার সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে প্রথমে নেভী হাসপাতাল নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)