দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কাপ্তান বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৮ জানুয়ারি, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার ভোর ৬টা ৮মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মেহেদী হাসান হৃদয় জানান, ভোর ৪টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৪টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

এ সময় র‌্যাব, ওয়াসা, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের কর্মকতা-কর্মচারীরা ঘটনস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনে পাইকারি এ বাজারের বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ জানুয়ারি, ২০২২)